spot_img

আহত আরো এক জনের মৃত্যু, এ্যানি ৭ দিনের রিমান্ডে

রাজধানী জুড়ে সহিংসতার ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আহতদের মধ্যে আরো এক জনের মৃত্যু হয়েছে। উত্তর বাড্ডায় গুলিবিদ্ধ ইয়ামিন চৌধুরী (১৮) গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। উত্তর বাড্ডার এফএনএফ ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। তার বাবার নাম রতন চৌধুরী। তার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামে। গত ১৯ জুলাই সংঘর্ষে চলাকালে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।
ডিএমপিতে নতুন গ্রেপ্তার ১৭৯ ঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে সরকারি স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় গতকাল শনিবার নতুন করে আরও ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে ২০৯টি। এ নিয়ে এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, র‌্যাব পৃথক অভিযানে রাজধানীসহ সারাদেশে ২৯০ জনকে গ্রেফতার করেছে। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকাসহ সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ্যানি ৭ দিনের রিমান্ডে ঃ
রাজধানীর রামপুরা থানার নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স এবং এ বি এম খালিদ হাসান।
এর আগে, গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে এ্যানিকে গ্রেপ্তার করে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ