spot_img

পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহী

কোটা সংস্কার ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষানগরী রাজশাহী। কোটা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল সোমবার ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার দিনভর ক্যাম্পাসে বিভিন্ন ¯েøাগান দিয়েছেন শিক্ষার্থীরা। এরআগে রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনের শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। তারা বিভিন্ন ¯েøাগানে প্রতিবাদ জানান।
অন্যদিকে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা, দেশবিরোথী ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদ ও স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট তথাকথিত কোটা বিরোধী বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী যুবলীগ মহানগরীর কুমারপাড়ায় এবং শহীদ কামারুজ্জামান চত্ত¡রে পৃথক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার বেলা ১১টায় শহীধ কামারুজ্জামান চত্ত¡রে আয়োজিত কর্মসূচিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, সহ-সভাপতি মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, কাজী মোজাম্মেল হক, ওয়াসিম রেজা লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সেজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মিঠু, যুবলীগ নেতা মুক্তার হোসেন, শিহাব চৌধুরী, শরিফ উদ্দীন তুহিন, মাসুম আল রশিদ, সজিব, জহির উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।
এদিকে নগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার সহ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের প্রতি শ্রদ্ধা রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, চীন সফর প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার (১৪ জুলাই) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী?’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ