03
ধোনির জন্মদিনে একটি টিভি চ্যানেলের প্রকাশ করা ভিডিওতে গম্ভীর বলেন, “অনেক অধিনায়ক আসবে যাবে, কিন্তু ভারতীয় দলের হয়ে ধোনির নজির ছোঁয়া কঠিন। টেস্টে এক নম্বর দল হওয়া যায়, বিদেশে ম্যাচও জেতা যায়, কিন্তু দুটো বিশ্বকাপ এবং একটি চাম্পিয়ান্স ট্রফি জেতার মতো কৃতিত্বের তুলনা হয় না”।