spot_img

ICC Champions Trophy 2025: সামনে এল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি! জানা গেল ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ


এক আইসিসি ট্রফি শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আরেক আইসিসি ট্রফির তোরজোর। আগামী বছর থেকে ফের শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ বছর পর ফিরছে এই প্রতিযোগিতা। মিনি বিশ্বকাপও বলা হয়ে থাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে। ২০২৫ সালের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান।

সরকারিভাবে প্রকাশিত না হলেও পিসিবি সূত্রে খবর, ইতিমধ্যেই খসড়া সূচি তৈরি হয়ে গিয়েছে। ভারতীয় দলের জন্য সুখবর রয়েছে। টিম ইন্ডিয়া খুব একটা কঠিন গ্রুপে পড়েনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত কঠিন দলের বিরুদ্ধে ভারতকে খেলতে হবে না গ্রুপ পর্বে। জানা গিয়েছে, এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

ফলে নিউজিল্যান্ড বাদ দিলে গ্রুপ পর্বে মূলত এশীয় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। প্রাথমিক সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল খেলা হবে ৯ মার্চ। ফাইনালের জন্য বরাদ্দ হয়েছে রিজার্ভ ডে। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে পয়লা মার্চ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে ভারত-পাক মহারণ।

আরও পড়ুনঃ Hardik Pandya: হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় খবর! টি-২০ বিশ্বকাপ জয়ের পর কী হল তারকা অলরাউন্ডারের? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, খসড়া সূচি সামনে আসলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন রয়েছে। এখনও বিসিসিআই সবুজ সংকেত দেয়নি। এর আগেও এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারত না যাওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হয়েছিল প্রতিযোগিত। বিসিসিআই সরকারের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে সূত্রের খবর।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।



Source link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ