নয়াদিল্লি: বৃহস্পতিবার সকাল সাড়ে ছট২ নাগাদ ভারতের মাটি স্পর্শ করল টিম ইন্ডিয়ার বিমান। ভারতীয় সময়ে বুধবার দুপুরে বার্বাডোজ থেকে বিমানে ওঠেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে তাঁরা দেশে ফেরেন।
বিমানবন্দরের বাইরে টি-২০ বিশ্বকাপ ট্রফি ও রোহিত শর্মাদের দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা। ঢাক-ঢোল, ফুলের মালা নিয়ে স্বাগত জানানো হয় টিম ইন্ডিয়ার তারকাদের। আজ সারাদিন মেগা সেলিব্রেশন।
২৯ জুন রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর প্রায় ৪ দিন বার্বাডোজেই আটকে থাকতে হয় ভারতীয় দলকে। সৌজন্য ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বেরিল। অবশেষে বৃহস্পতিবার ভোরে ভারতের মাটি স্পর্শ করে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য পাঠানো বিশেষ বিমান।
আরও পড়ুন-
বিশ্বজয়ের সেলিব্রেশন আজ সারাদিন! টিম ইন্ডিয়া সারাদিন কী কী করবে, জেনে নিন
দিল্লিতে অবতরনের আগে থেকেই বিমানের অন্দরেই সেলিব্রেশন শুরু হয়ে যায় ভারতীয় দলের। যেই ভিডিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিমানের মধ্যে বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্রিকেটারদের উচ্ছ্বাস ধরা রয়েছে সেই ভিডিয়োয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, শিবম দুবে সেলিব্রেশন থেকে বাদ গেলেন না কেউ।
ছবির ডানদিকে ভারতের নতুন জার্সি।
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে রোহিত শর্মাদের জার্সি বদলে গেল। সেই জার্সিতে লেখা রয়েছে- চ্যাম্পিয়ন। তবে যে জার্সি পরে ভারতীয় দল বিশ্বকাপ খেলেছিল, তার সঙ্গে এটির তেমন কোনও পার্থক্য নেই। প্রায় একইরকম দেখতে।
আরও পড়ুন-
শুরু আরও এক টি-২০ বিশ্বকাপ! ৬ জুলাই মুখোমুখি ভারত-পাকিস্তান, জানুন কোথায় দেখবেন
সেই জার্সির বাঁ দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগোর উপর তারার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দু’টি তারা দেখা যাচ্ছে এখন। ভারত দুটি টি২০ বিশ্বকাপ জিতেছে এখনও পর্যন্ত। তারই প্রতীক এই দুটি তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।