spot_img

প্রধানমন্ত্রী চমকে দিলেন রোহিত, বিরাটদের! এমন কথা বললেন, কেউ ভাবতে পারেননি


বার্বাডোজ : দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তবে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা আশ্চর্য এক ফ্যাসাদে পড়েছিলেন। বার্বাডোজে হ্যারিকেন বেরিলের তান্ডব চলছে। সেই ঝড় ঝঞ্ঝার মাঝে আটকা পড়েছিল টিম ইন্ডিয়া।

শেষ পর্যন্ত বিসিসিআই ও ভারত সরকারের উদ্যোগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতীয় দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। ভারতীয় সময় বুধবার রাতে টিম ইন্ডিয়ার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ওই বিমানে চড়েছিলেন। সেই ফ্লাইট বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নয়াদিল্লির বিমানবন্দরে এসে পৌঁছয়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেখার জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। একটিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি দেখার জন্য সবাই উৎসাহ নিয়ে ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরের বাইরে।

আজ ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গ্র্যান্ড সেলিব্রেশন হবে। সকালে বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে গিয়েছিলেন রোহিত শর্মারা। সেখানে বিরাট একটি কেক কাটা হয়।

হোটেলে ঢোকার আগে ভারতীয় সমর্থকদের মাঝে ভাংরা নাচ করেছিলেন রোহিত শর্মা। এমনকী সূর্যকুমার যাদব ঢোল বাজাতে শুরু করেছিলেন আনন্দে। কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেওয়ার পর গোটা ভারতীয় দল দুটি বাসে চেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের পৌঁছয়।

প্রধানমন্ত্রীর বাসভবনে এদিন গোটা ভারতীয় দলের জন্য প্রাতরাশের ব্যবস্থা ছিল। সেখানে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা প্রায় দেড় ঘন্টা সময় কাটান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলে গোটা ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তারপর চলে ফটো সেশন। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতীয় দলকে অবাক করে দেন। তিনি বেশ কিছু ক্রিকেটের শটের কথা রোহিত শর্মা, বিরাট কোহলিদের বলেন, যা শুনে ভারতীয় দলের ক্রিকেটাররা অবাক হয়ে যান।

আরও পড়ুন-
বিরাট কোহলি,ধোনি…৫ ভারতীয় ক্রিকেটারের দেশ-বিদেশে রেস্তোরাঁর ব্যবসা, প্রচুর আয়

প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন ভবিষ্যতে ক্রিকেটসহ প্রতিটি খেলা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবে ভারত। প্রধানমন্ত্রী এদিন আরো জানান আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিতদের যে সমস্ত চ্যালেঞ্জ সামলাতে হয়েছে তার সবটাই তিনি জানেন। গোটা ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বিকেলে মুম্বইতে মেগা সেলিব্রেশন হবে। তার জন্য ইতিমধ্যে নয়াদিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে চেপে বসেছে।

গোটা ভারতীয় দল সেখানে থেকে হুটখোলা জিপে বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুরবে। তার পর সন্ধে সাতটা নাগাদ রোহিতদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠান শেষে ভারতীয় দলের ক্রিকেটাররা ফিরে যাবেন হোটেলে।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।





Source link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ