spot_img

কর্মবিরতিতে শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা

সর্বজনীন পেনশনব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। কর্মসূচির কারণে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ক্লাস বন্ধ ছিল। নোটিশ দিয়ে স্থগিত হয় সবধরণের পরীক্ষাও। শিক্ষকদের পাশাপাশি কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারিরাও।
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের ভিন্ন ভিন্ন কর্মসূচিতে কার্যত গতকাল অচল ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। গত রবিবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সংবাদ সম্মেলন করে তাদের এই কর্মসূচি ঘোষণা করেছিল।
দেশে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে ৩৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি থাকায়ফেডারেশনের ব্যানারে এই কর্মবিরতি পালিত হচ্ছে। এর বাইরে থাকা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন।
গতকাল ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিন ঘুরে দেখা যায়, প্রশাসনিক ভবন, হল, বিভাগ, ইনস্টিটিউট ও অনুষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সকল রুটিন কাজ থেকে বিরত থেকেছেন তারা। সকাল ১০ টা থেকেই কলাভবনের মূল ফটকে অবস্থান নেন বিশ^বিদ্যালয়ের শিক্ষকেরা। ফলে ঢাকা বিশ^বিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ স্থবির হয়ে আছে। ২০২৩-২৪ শিক্ষার্থীদের প্রথম বর্ষে প্রথম দিনের কèাস ২ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই ক্লাস আগে থেকেই স্থগিত করা হয়।
এদিকে রবিবার রাতে ঢাকা বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক আদেশে অনির্দিষ্ট সময়ের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী গতকাল বিশ^বিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা।
একই অবস্থা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট)। ক্লাস পরীক্ষা বর্জন করে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে বুয়েট শিক্ষক সমিতি। শিক্ষকদের পাশাপাশি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরাও।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির প্রথম দিনে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মকর্তা কর্মচারীরাও পৃথক কর্মসূচি পালন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সব ধরণের ক্লাস পরীক্ষা স্থগিত থাকে। গতকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সর্বাত্মক কর্মবিরতির কারণে সেটি আর হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় অচল হয়ে পড়ে এই বিশ্ববিদ্যালয় দুটিও।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহŸানে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক সমিতি। একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা করছে ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ ও কারিগরি কর্মচারী পরিষদ। গতকাল বেলা ১২ থেকে ১টা পর্যন্ত প্রথমে শিক্ষক কমপ্লেক্সে এবং পরে প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
অন্যদিকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণায় প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম পরিচালনার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ