spot_img

এমপি শাহরিয়ার আলমকে ‘ষড়যন্ত্রকারী’ বললেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা!

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের দলীয় সংসদ সদস্য ও দুই মেয়াদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে দলের মধ্যে ‘ষড়যন্ত্রকারী’ বলে আখ্যায়িত করলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ আনেন তারা।
সম্প্রতি রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকান্ডের পর তার জানাযার নামাজ পূর্ব সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদের মদদ রয়েছে উল্লেখ করে এমপি শাহরিয়ার আলমের বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত পড়ে শোনার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় নেতা শহিদ এএইচএম কামারুজ্জামানের অবদানকে খাটো করতে এবং আধুনিক রাজশাহীর রূপকার, তার (শহিদ কামারুজ্জামান) ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে কতিপয় গণধিকৃত, জনবিচ্ছিন্ন, সুযোগসন্ধানী হিসেবে আখ্যায়িত ব্যক্তিবর্গ চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এরা সব সময় দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে কুৎসা রটনায় লিপ্ত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এএইচএম খায়রুজ্জামান লিটন সম্পর্কে এমপি শাহরিয়ার আলমের বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার ফলে আওয়ামী লীগের সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। রাজপথে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন, কুশপুতুল দাহ ও মিছিল-মিটিং সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এখনো বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত আছে। এমপি শাহরিয়ার আলমের এমন দম্ভোক্তির প্রতিবাদে এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আমরা অভিবাদন জানাই।’
আওয়ামী লীগ নেতা আসলাম সরকার বলেন, ‘ছাত্রলীগের কর্মী থেকে আওয়ামী লীগ নেতা বাবুলের সঙ্গে এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর ও পুরনো। বাবুল আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখেন খায়রুজ্জামান লিটন। নিহতের সন্তানদের অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। কিন্তু শাহরিয়ার আলম লিটনকে আসামি করে বাবুল হত্যায় নতুন করে মামলার ঘোষণা দেন। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এই ঘোষণায় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন তাহলে কী ষড়যন্ত্রকারী শাহরিয়ারদের হাতেই ধ্বংস হবে আওয়ামী লীগ?’
তিনি বলেন, ‘উচ্চাভিলাষী শাহরিয়ার আলম আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থি। তিনি দলের শৃংঙ্খলাবিরোধী ভ‚মিকায় অবতীর্ণ হয়েছেন। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো প্রকার উস্কানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহŸান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।’
সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন ও নাঈমুল হুদা রানা, দপ্তর সম্পাদক মাহাবুব উল আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ