spot_img

সভাপতি রাজন, সম্পাদক রাব্বানী | Amar Bangla BANGLADESH


ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী বানিয়ারা গ্রামের বানিয়ারা এস এস ক্লাবে ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। খন্দকার হাফিজুর রহমান রাজনকে সভাপতি ও শাহ মোঃ গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।


গত ২১ জুন (শুক্রবার) সকালে ঐতিহ্যবাহী বানিয়ারা এস এস ক্লাব মাঠে গঠিত ৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ রুবেল ও খন্দকার আব্দুস সাত্তার নিশাদকে সহ সভাপতি করা হয়। এতে সৈয়দ ইসমাইল হোসেন লাবিব ও খন্দকার ইমনকে যুগ্ম সম্পাদক করা হয়।


কমিটিতে সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম পিয়াল ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাহ মোঃ তাহমিদ বিশাল। এতে কোষাধ্যক্ষ শাহ মোঃ জাদরিল হাসান নাঈম, প্রচার সম্পাদক মীর নাঈমুর রহমান সিয়াম, সহ প্রচার সম্পাদক সৈয়দ মুস্তাকিম, দপ্তর সম্পাদক সৈয়দ হাবীব, সহ দপ্তর সম্পাদক সৈয়দ জিল্লুর রহমান বিপ্র, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুর রহমান শুভ এবং সহ ক্রীড়া সম্পাদক খন্দকার রাইয়ান ইসলাম রিয়ান।


এস এস ক্লাবের নবগঠিত কমিটিতে ২১ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- ১) সৈয়দ জাফরান হোসেন নূর, ২) খন্দকার আলফি আহম্মেদ শুভ, ৩) শাহ মোঃ আজিম অন্তর, ৪) খন্দকার বখতিয়ার, ৫) সৈয়দ নিয়ামত উল্লাহ তানভীর, ৬) মোঃ হৃদয় শিকদার, ৭) সৈয়দ ফাইজুর আলম শাফি, ৮) সৈয়দ মাজহারুল ইসলাম আকাশ, ৯) সৈয়দ শাহ তৈয়ব জিহাদ, ১০) মোঃ রফিক খান (দক্ষিণ পাড়া), ১১) আবু বকর সিদ্দিক তালুকদার, ১২) মোঃ রিপন (উত্তর পাড়া), ১৩) খন্দকার পিয়াস, ১৪) সৈয়দ ইশমাম হোসেন, ১৫) মীর আমিরুল ইসলাম নিলয়, ১৬) খন্দকার সাইদুজ্জামান শিহাব, ১৭) সৈয়দ সীমান্ত চৌধুরী, ১৮) খন্দকার ফাহাদ, ১৯) শাহ মোঃ জীবন, ২০) সৈয়দ আলিফ চৌধুরী ২১) মোঃ সেলিম খান।


এবি/এইচএন



Source link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ