কোরবানির পশু জবাই দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ১৪০ জন। সোমবার ঈদের দিন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে এঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢামেক হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান বলেন, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই রগ কাটাছেড়া।