spot_img

ঈদে ঢাকার বন্দিদের জন্য ৯ গরু ৬ খাসি কোরবানি

ঈদের আনন্দ থেকে বাদ পড়েননি ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) বন্দিরা। ঈদের দিন কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য বিশেষ আয়োজন করে। দিনের শুরুতেই বন্দিদের খাওয়ানো হয়েছে মুড়ি পায়েস। দুপুরে পোলাও-মাংস আর রাতে ভাত-মাছের আয়েজন করা হয়। এবারের ঈদুল আজহায় কারাবন্দিদের জন্য ৯টি গরু কোরবানি দেওয়া হয়েছে। এছাড়া গরুর পাশাপাশি ৬টি খাসি কোরবানি দেওয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ জানান, ঈদকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৯টি গরু কোরবানি দেওয়া হয়েছে। জবাই করা ৯ গরুতে প্রায় ১৫শ কেজি মাংস হয়। যা কারাগারের প্রায় ৮ হাজারের বেশি বন্দির জন্য রান্না করে তাদের পরিবেশন করা হয়। এছাড়া ৬টি খাসি কোরবানি দেওয়া হয়েছে। জবাই করা ৬ খাসিতে আনুমানিক ৪৫ কেজি মাংস হয়। যেসব বন্দিরা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস দেওয়া হয়। তিনি বলেন, বন্দিদের হিসাব করে গরু ও খাসি আনা হয়। সবাই পর্যাপ্ত পরিমান মাংস পেয়েছেন।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষ্যে কারাগারের ভেতরে থাকছে বন্দিদের জন্য বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি ঈদের দিন বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হয় স্বজনদের সঙ্গে।
জেলার নাশির আহমেদ বলেন, ঈদুল আজহার দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। দুটি স্টাফদের ও একটি বন্দিদের। বন্দিদের ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে কারাগারের ভেতরের ময়দানে। অনেকের স্বজনরা বাসা থেকে রান্না করে বন্দিদের খাবার দিয়েছেন।
তিনি আরও জানান, ঈদের নামাজের পরপরই সকালের দিকে বন্দিদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিকালে বন্দিদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ