spot_img

বেনজীর ও তার স্ত্রীর আরও সম্পত্তি ক্রোক স্ত্রীর নামে আছে ৬টি ফ্ল্যাট

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জাসহ মেয়েদের নামে থাকা আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বুধবার এ আদেশ দেন।
আদেশে ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা জমি, বাড্ডায় ৩৯ কাঠা জমির ওপর ২ টি ফ্ল্যাট, গুলশানে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ মূলে সম্পত্তিতে ৬ তলা ভবন, বান্দরবান জেলায় ২৫ একর জমি (লিজ), স্ত্রী জীশান মীর্জার নামে আদাবরের পিসি কালচার এলাকায় ৬ টি ফ্ল্যাট। এছাড়া সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডে থাকা শেয়ারও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।
দুদকের অনুসন্ধানকারী টিমের প্রধান উপপরিচালক মো. হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন দুদক আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
গত ২৩ ও ২৬ মে দুই দফায় বেনজীর, তার স্ত্রী ও তিন কন্যার নামে থাকা প্রায় ৬১২ বিঘা সম্পত্তি ও গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোক ও বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয় আদালত। গত ৬ জুন এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত¡াবধায়ক নিয়োগ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ