বিলম্ব নিয়ে শুরু হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ‘ স্পেশাল’ ট্রেন সার্ভিস। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেন৷ সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়। ফলে ভোগান্তিতে পোহাতে হয়েছে ঘরমুখো হাজার হাজার যাত্রীর। তীব্র গরমের মধ্যেই স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। ২ জুন তারিখ যারা টিকিট কিনেছেন গতকাল বাড়ি ফিরছেন তারা। গতকাল কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মূলত ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় ছিল স্টেশনে। তাপপ্রবাহ, ম্যাংগো স্পেশাল ট্রেন ও বেশকিছু উন্নয়ন প্রকল্প চলায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, দ্রæতই কেটে যাবে ট্রেনের এই বিলম্ব।
ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) এক ঘণ্টা ২০ মিনিট দেরি করে ট্রেনটি স্টেশন ছেড়েছে সকাল ৭টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস (৮১৬) প্রায় ৪০ মিনিট দেরি করে ৬টা ৫০ মিনিটে ছেড়েছে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল সাড়ে ৮টায়। সকাল ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭) ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সকাল ৯টা ১৯ মিনিটে। এছাড়াও মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার (৪৩) সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বেলা সাড়ে ১১টায় কোনও প্ল্যাটফর্ম পায়নি, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ৪০ মিনিট দেরি করে ট্রেনটি ৯টা ৫৭ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যায়। দিনের প্রথম ঈদ স্পেশাল ট্রেন ‘ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল’ ৯টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ১ ঘণ্টা দেরি করে ১০টা ২৫ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ে।
কমলাপুরে টিকিট ছাড়া যাত্রী গেলেই ফেরত ঃ সব যাত্রীদের টিকিট যাচাই করছেন ট্রাভেলিং টিকিট এক্সজামিনার (টি.টি.ই)। কোনো যাত্রী টিকিট দেখাতে ব্যর্থ হলে তাদের স্টেশনে প্রবেশের গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। টিকিট চেকিংয়ের দায়িত্বে থাকা টি.টি.ই. মোহাম্মদ রিয়াদ বলেন, যারা টিকিট দেখাতে পারছে না আমরা তাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছি না।একাধিকবার টিকিট চেকিং করা হচ্ছে। বিনা টিকিটের যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের কোন সুযোগ নেই।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ যাত্রা নির্বিঘেœ করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখছি। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।