spot_img

মতিঝিল দিনে দুপুরে পিস্তল উঁচিয়ে গুলি

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণ করার সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। একটি প্রাইভেট কারে করে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ব্যরিকেডের মুখে অপহৃত ব্যক্তিকে ফেলে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ দাবি করছে, যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে, সেটি গাজী নামে এক ব্যক্তির নামে লাইসেন্সকৃত। পিস্তল দিয়ে গুলি করা ব্যক্তির নাম রাজু। আর আবাসন ব্যবসায়ীর নাম মহিউদ্দিন। তিনি এশিয়ান ডেভেলপার কোম্পানী নামে একটি প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ গতকাল রাতে বলেন, বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি হিন্দু সম্পত্তির দখলসূত্রে মালিক রাজুর বাবা। ওই জমিতে মহিউদ্দিন বহুতল ভবন নির্মানের উদ্যোগ নেয়। এ নিয়ে মহিউদ্দিন ও রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে মহিউদ্দিন তার প্রাইভেট কারে করে রাজুর সহযোগী ইলিয়াসকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন। পুলিশের ব্যরিকেডের মুখে ইলিয়াসকে ফেলে দিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। একটি ফুটেজে দেখা যাচ্ছে, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেট কার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা গেছে, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। তার হাতে পিস্তল।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ আরো বলেন, প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি গাজী নামে এক ব্যক্তির লাইসেন্সকৃত। ইলিয়াস নামে যাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনার পর রবিবার রাত ৯ টার দিকে মহিউদ্দিন ও রাজু দুই পক্ষই মতিঝিল থানায় উপস্থিত হয়ে পাল্টাপাল্টি অভিযোগ দেয়। পুলিশ বলছে, অভিযোগ খতিয়ে দেখার পর মামলা হিসাবে রজ্জু করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ