spot_img

সাবেক এমপি ফরহাদ আহমেদ চৌধুরী আর নেই

তৎকালীন ময়মনসিংহ-২২ ও বর্তমান কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ আহমেদ চৌধুরী (কাঞ্চন) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী), ইঞ্জিনিয়ার রিয়াসাত আহমেদ চৌধুরী, ফারহান আহমদ চৌধুরী জ্যোতি, তিন কন্যা ফারহানা আহমেদ চৌধুরী কাউন্সিলর হাইকমিশনার (মালয়েশিয়া), ডা. ফারজানা আহমেদ চৌধুরী, ফারিহা আহমেদ চৌধুরী, পুত্রবধু ডা. শারমিন রেজা বুবলি, ডা. তুরাশ হক, আফিয়া ইসলামসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর পান্থপথে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। রবিবার বাদ জোহর নিজ এলাকা ইটনা উপজেলার থানেশব্র গ্রামের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ভারত থেকে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ফরহাদ বৃহত্তর ময়মনসিংহ ভাসানী ন্যাপের জেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ভাসানী ন্যাপ বিলুপ্তির আগ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি’র কেন্দ্রীয় যুবদল ও বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য ছিলেন। ১৯৭৯ সালের নির্বাচনে তৎকালীন ময়মনসিংহ-২২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফরহাদ। তিনি দৈনিক আজকের গণশক্তি পত্রিকার সম্পাদক ও প্রশাসক ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-২২ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল। ১৯৮৪ সালে আসনটি বিলুপ্ত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ