spot_img

আনোয়ার হোসেন রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

জি এম সজল
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব দুইবারের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আনারস প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট।
বুধবার রাত সাড়ে ৮ টায় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। চেয়ারম্যান পদে অন্য দুইজন প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল (ঘোড়া) পেয়েছেন ৬৬৭ ভোট এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (দোয়াত কলম) পেয়েছেন ৫৯৪ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৪৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নন্দীগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭০ হাজার ৬৯১জন ভোটার। যা শতকরা হার ৪৪ দশমিক ৯৭। ভোটগ্রহণ চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ