spot_img

আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে বাস্তবসম্মত দিকনির্দেশনা নেই: সিপিডি

আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা ও বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ানোর যে লক্ষ্য নতুন অর্থবছরের বাজেটে নেওয়া হয়েছে, তা পূরণে বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা অর্থমন্ত্রীর পরিকল্পনায় দেখছে না সিপিডি। বেসরকারি এ গবেষণা সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে, চাপে থাকা সামষ্টিক অর্থনীতির পুনরুদ্ধারের পথ দেখাতে প্রস্তাবিত বাজেট ‘ব্যর্থ হয়েছে’।
গতকাল শুক্রবার বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। আগে ব্র্যাক ইন সেন্টারে এ সংবাদ সম্মেলন হলেও এবারের আয়োজন ছিল আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সামষ্টিক অর্থনীতির প্রতিটি জায়গায় যন্ত্রণা আছে। সূচকগুলো অস্বস্তিতে রয়েছে। এমন অবস্থায় এখনই পদক্ষেপ নেওয়া দরকার ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং তলানিতে যাওয়া রিজার্ভ উন্নয়নে।
তিনি বলেন, আগামী বাজেট বাস্তবায়নে যে লক্ষ্যমাত্রাগুলো নেওয়া হয়েছে, তা উচ্চাকা্ক্ষংী। বাস্তবতার সঙ্গে মিল নেই, বাস্তবতাসম্মত নয়। সমস্যাকে মেনে না নেওয়ায় বাস্তবতার গভীরে যাওয়া হয়নি। বাজেট বাস্তবায়নে লক্ষ্যগুলো দেওয়া হলেও তা বাস্তবায়নের দিক নির্দেশনা নেই। পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক বাস্তবতায় সংকট মোকাবেলায় বাজেটের লক্ষ্য হওয়া উচিত ছিল মূল্যস্ফীতির চাপ কমানো, রিজার্ভ বাড়ানো। আগামী ১২ মাসে কীভাবে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা হবে তা আমাদের বোধগম্য নয়, এটা উচ্চাকা্ক্ষংী। দুই অংক ছুঁই ছুঁই মূল্যস্ফীতির মধ্যে নি¤œ আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে, তা ‘যথেষ্ট নয়’ বলেও মনে করছে সিপিডি।
ফাহমিদা খাতুন বলেন, একটা চ্যালেঞ্জিং সময়ে বাজেট দেওয়া হল। ‘এক্সট্রা অর্ডিনারি’ সময়ে ‘অর্ডিনারি’ বাজেট দেওয়া হল, আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট অনেক উদ্ভাবনী হবে। এখানে সৃজনশীল ও কিছু সাহসী পদক্ষেপ থাকবে।
অর্থনৈতিক চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বাজেটে সেই পদক্ষেপ নেওয়া হয়নি। এবারের বাজেট আমাদের কাছে অতীতের বাজেটের মতোই মনে হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত।
গত কয়েক বছর যে বাজেটের আকার ছিল জিডিপির ১৫ শতাংশের ওপরে, সেখানে এবার তা ১৪ শতাংশের ঘরে রেখেছেন অর্থমন্ত্রী। প্রায় এক দশক ধরে বাজেট ঘাটতি জিডিপির ৫ থেকে শতাংশের উপরে থাকছিল, এবার তা ৪.৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা সাজিয়েছেন মাহমুদ আলী। বাজেটের আকার খুব বেশি না বাড়ানোকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক। তিনি বলেন, এবারের সংযত বাজেট ইতিবাচক।
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ালেও কর ধাপে পরিবর্তন এনে মধ্যম আয়ের স্তরে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কর স্তর পুনবির্ন্যাস করাকে ‘প্রগতিশীল’ হিসেবে বর্ণনা করে ফাহমিদা খাতুন বলেন, এখানে মধ্যবিত্ত শ্রেণিকে একটু স্বস্তি দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় তারা একটু স্বস্তি পাবেন।
১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ফিরিয়ে আনা হয়েছে বাজেটে, যেখানে সাধারণ নিয়ে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর বিরোধিতা করে ফাহমিদা খাতুন বলেন, এটা নৈতিক ও অর্থনৈতিক– কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা নিয়মিত কর দেন, এর মধ্য দিয়ে তাদের ‘তিরস্কৃত’ করা হচ্ছে।
সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এবার আয়কর আইনে একটি বিষয় সংযুক্ত করা হচ্ছে যে, অপ্রদর্শিত আয় বৈধ করলে পরবর্তীতে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান তা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। কোনো পদক্ষেপ নিতে পারবে না।
এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) বেলাতেও প্রযোজ্য হবে কি না প্রশ্ন রেখে তিনি বলেন, এর মাধ্যমে সুশাসনকে নিরুৎসাহিত করা হয়েছে, কর ফাঁকিতে উৎসাহিত করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা কর দিলেই তা বৈধ হবে, তার দুর্নীতি অনিয়মকে ধরা হবে না, এমন সুযোগ রাখা কতোটুকু গ্রহণযোগ্য হতে পারে। এখানে একটি রাজনৈতিক অর্থনীতি আছে। কালো টাকার মালিকদের মাথায় হাত বুলানো হচ্ছে।
অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংকিং খাত থেকে রেকর্ড ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে, যা বাজেটের ১৭ শতাংশের বেশি। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এসফবিসিসিআইয়ের মত সিপিডিও অর্থমন্ত্রীর এ পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছে। ফাহমিদা খাতুন বলেন, বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণের প্রতি নির্ভরতার কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ পাবে কিনা, তা ‘চিন্তার বিষয়’।
বাজেটে আগামী অর্থবছর শেষে মোট রিজার্ভ প্রাক্কলন করা হয়েছে ৩২ বিলিয়ন ডলার। এটি বাংলাদেশ ব্যাংকের ‘গ্রস’ হিসাব মন্তব্য করে ফাহমিদা খতুন বলেন, আইএমএফ এর বিপিএম৬ পদ্ধতিতে কত হবে তা বলা হয়নি। আমরা দেখেছি, বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত ৫ জুন রিজার্ভ ছিল ২৪ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্যদিকে বাজেটে ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১১৪ টাকা, যা গত ৫ জুন ছিল ১১৭ টাকা ৯৫ পয়সা। রিজার্ভ বাড়ানোর লক্ষ্য থাকলেও টাকার মান বাড়ানো হচ্ছে, যা বোধগম্য নয়।
সরকার আগামী দিনে ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর পরিকল্পনা নিয়ে থাকতে পারে এমন মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সংকটের সময়ে টাকার মান বাড়বে কীভাবে তা বোধগম্য না।
আর্থিক খাতের সুশাসন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে দুর্বৃত্তায়ন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে সরকার। কিন্তু বাজেটে কর ও ঋণ খেলাপিসহ দুষ্টচক্রকে মাথায় হাত বুলিয়ে তাদের টাকা অর্থনীতিতে আনার প্রচেষ্টায় কর হার কমানো হয়েছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, একটি নতুন সরকারের পুরনো বাজেট হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাজেট কৌশলে মুন্সিয়ানা দেখাতে পারেননি। এ বাজেট দিয়ে অর্থনীতি মূল ধারায় ফিরে আসবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ