spot_img

মাফিয়ারা দেশ গিলে খাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ওপর গণতন্ত্র বিরোধী শাসন চাপিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রের ছদ্মাবরণের আবার বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। এজন্য ১৫ বছর ধরে সর্ম্পূণ বেআইনীভাবে বিনা ভোটে জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা রাষ্ট্রযন্ত্রকে দখল করে রেখেছে। একাত্তরের সমস্ত স্বপ্নগুলোকে খানখান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্টসকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশে লুটপাট ও চুরির রাজত্ব তৈরি করেছে। মির্জা ফখরুল বলেন, বলতে লজ্জা হয় আমাদের পুলিশ বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। সারা দেশে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা কেনেননি বা দখল করেননি। তিনি এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত দখল করেছেন। সরকার ঐ চোরকে, ঐ ডাকাতকে বাঁচানোর জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। বলতে লজ্জা হয়, দুর্নীতি এবং মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেয়ার জন্য মার্কিন সরকার আমাদের সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এরকম অসংখ্য বেনজীর এবং আজিজ তারা তৈরি করেছে। চতুর্দিকে দেখবেন আওয়ামী লীগের সমর্থনপুষ্টরা রাক্ষস হয়ে উঠেছে। তারা মাফিয়া তৈরি করেছে। গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ‘জাতিসত্তার রূপকার: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে পেশাজীবী সংগঠন চট্টগ্রাম ফোরাম। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বিএফইউজে’র (একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির আহŸায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রমিক দল নেতা এএম নাজিমউদ্দিন, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ ভূঁইয়া, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক, চট্টগ্রাম উত্তর বিএনপির আহŸায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ডা. এসএম সারোয়ার আলম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ