ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় জবানবন্দি দিয়েছেন আসামি শিলাস্তি রহমান। গতকাল সোমবার বিকালে তাকে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা ডিবি। এরপর ১৬৪ ধারায় জবানবন্দি দেন শিলাস্তি। এই হত্যাকান্ডে জড়িত ও নেপালে গ্রেপ্তার আরেক আসামি সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত পরোয়ানা জারি করে। তবে নেপালে গ্রেপ্তার সিয়ামকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইলেও সেটি সম্ভব হয়নি। নেপালের ইন্টারপোল শাখা পুলিশ তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এদিকে, এমপি আনার অপহরণ মামলায় গ্রেপ্তার ও পলাতক ১০ আসামির ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধানের জন্য তথ্য চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ।
আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় সোমবার দুপুরে শেলিস্তি রহমানকে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা ডিবি। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড হয়। জবানবন্দিতে শিলাস্তি রহমান নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে ওঠার কথা স্বীকার করেছেন। ফ্ল্যাট ভাড়া নেয়ার নথিপত্রে তাকে আক্তারুজ্জামান শাহীনের স্ত্রী হিসাবে পরিচয় দেয়া হয়েছে। ঘটনার দিন তিনি জানতে যে ওই ফ্ল্যাটে ঝিনাইদহের এমপি আনার আসবেন। তাকে খুশি করানোর কথা ছিল। বিভিন্ন সময়ে এ ধরনের কাজ তাকে করতে হয়। সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটটি ট্রিপলেক্স ছিল। তিন তলা ফ্ল্যাটের যে ফ্লোরে তিনি ঢুকেছিলেন, ওই ফ্লোরে এমপি সাহেব আসেননি। তাই তাকে কারা হত্যা করেছে বা লাশ কিভাবে গুম করেছে-এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
গতকাল সোমবার শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এমপি আনার হত্যাকান্ডে জড়িত ও নেপালে গ্রেপ্তার সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
১০ আসামীর ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ ঃ
এমপি আনার অপহরণ মামলায় গ্রেপ্তার ও পলাতক দশ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আসামিরা হলেন, শিমুল ভ‚ইয়া, শিলাস্তি রহমান, তানভীর ভ‚ঁইয়া, আক্তারুজ্জামান শাহীন, সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলা সাজী, চেলসি চেরী, তাজ মোহাম্মদ খান ও জামাল হোসেন। আবেদনে গোয়েন্দা পুলিশ উল্লেখ করে, মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার-পলাতক আসামিদের এনআইডি ও পাসপোর্ট নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, তার তথ্য সরবরাহের জন্য হেড অব বাংলাদেশ, এফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) বরাবর আদেশ প্রদান করতে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আদালত ডিবির আবেদনটি মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিয়াম ভারতীয় পুলিশে হস্তান্তর ঃ
নেপালে গ্রেপ্তার সিয়ামকে গতকাল সোমবার ভারতীয় টিমের কাছে হস্তান্তর করেছে নেপাল ইন্টারপোল শাখা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। তাকে গ্রেপ্তারের তথ্য জানানোর পর গত শনিবার সেই দেশে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বাধীন চার সদস্যের একটি দল। পশ্চিমবঙ্গ সিআইডির একটি টিমও নেপাল যায়। নেপাল থেকে সিয়ামকে সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে আনতে চায় দুই দেশের টিম। তবে নেপাল পুলিশ (ইন্টারপোল শাখা) সিয়ামকে ভারতীয় টিমের কাছে হস্তান্তর করা হলেও কবে নাগাদ তাকে কলকাতার নিউটাউনের বরাহনগর থানায় আনা হবে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পশ্চিমবঙ্গের খালে নৌসেনার তল্ল¬াশি ঃ
এমপি আনারের দেহাংশের খোঁজে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার বাগজোলা খালে তল্লাশি চালাল ভারতীয় নৌসেনার তিন সদস্যের একটি টিম। বিশাখাপত্তমের নৌসেনা ইউনিট থেকে এই তিনজনের প্রতিনিধিদল তদন্তে আসে। সোমবার দুপুর থেকে তারা এবং পশ্চিমবঙ্গ সিআইডির একটি দল ওই খালে যৌথ তল্ল¬াশি অভিযান চালায়। তবে দীর্ঘ ৫ ঘণ্টার তল্লাশি অভিযানে কিছুই পাওয়া যায়নি।
ইতিমধ্যে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসপিÐ সদৃশ উদ্ধার করা বস্তুগুলো ফরেনসিক পরীক্ষার জন্য কলকাতা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএনএ পরীক্ষারও প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহে ডিএনএ পরীক্ষার রিপোর্ট জানা যাবে।