ট্যাক্সি ক্যাবের চালককে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে পোলেরহাট থানার অন্তর্গত ভাঙরে কৃষ্ণ মাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যার পর কলকাতা সিআইডি টিম সেখানে পৌঁছে তল্লাশি শুরু করেছে। ওই টিম সেখান থেকে মৃতদেহের খন্ডিত কয়েকটি টুকরা উদ্ধার করেছে। মৃতদেহের কয়টি টুকরা উদ্ধার হয়েছে-এ বিষয়ে গতকাল রাত ১ টা পর্যন্ত কলকাতা সিআইডি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি। তবে ওই টিমটি আরো অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত হাতসহ কয়েকটি অংশ উদ্ধার হয়েছে।
এদিকে, হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অন্তু কুমার ও জয় দ্বীপের নেতৃত্বে দুই সদস্যের একটি স্পেশাল টিম। গতকাল বিকাল ৩ টায় এই দুই পুলিশ কর্মকর্তা মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন উর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর ডিবি কার্যালয়ে তারা বাংলাদেশে গ্রেফতার হওয়া শিমুল ভ‚ঁইয়া, শিলাস্তি রহমান ও মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন।
কলকাতার নিউ টাউনে বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় দুজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদের মধ্যে কলকাতা সিআইডির হাতে গ্রেফতার একজন বাংলাদেশি নাগরিক। তার নাম সিয়াম। ১৩ মে হত্যাকান্ডের দিন তিনি সঞ্জীবা গার্ডেনসের ঐ ফ্ল্যাটে ছিলেন বলে জানা গেছে। এমপির মরদেহের খন্ডিত অংশ গুমের দায়িত্ব ছিল সিয়ামের ওপর। ঐ একই ঘটনায় জুবের নামে এক ক্যাব চালককেও আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা। টানা জিজ্ঞাসাবাদ চলছে তাকে। পুলিশ তার সাদা রঙের মারুতি ট্যাক্সি ক্যাবটি বৃহস্পতিবার ভোরে জব্দ করেছে। এদিকে, এমপি আনার নিউ টাউন এলাকা এবং সঞ্জীবা গার্ডেনস অ্যাপার্টমেন্টে যাতায়াত করতে ব্যবহƒত আরেকটি গাড়ি বুধবার সন্ধ্যায় নিউ টাউন পুলিশ জব্দ করেছে। গাড়িটির ভেতর থেকে আলামত সংগ্রহ করেছে ফরেনসিক টিম। এই গাড়ির মালিক গাড়িটিকে ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে নিউ টাউন থানার পুলিশ।