রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই বাছাই করে এ চার্জশিট অনুমোদন করে। শিগগিরই বিচারিক আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ‘ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.’ থেকে কাগুজে প্রতিষ্ঠানের অনুক‚লে ৪০ কোটি টাকা ঋণ গ্রহণ, সেখান থেকে ২৭ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় এ চার্জশিট অনুমোদর করা হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্রশান্ত কুমার হালদার, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস’র পরিচালক বাসুদেব ব্যানার্জি, মেরিন ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক মো. নওশেরুল ইসলাম, ফাস ফাইন্যান্সের পরিচালক কাজী মাহজাবিন মমতাজ, একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পরিচালক মো. আবুল শাহজাহান, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, প্রদীপ কুমার নন্দী, অঞ্জন কুমার রায়, অরুন কুমার কুন্ডু, মো. মোস্তাইন বিল্লাহ, উজ্জ্বল কুমার নন্দী।
ফাস ফাইন্যান্সের প্রধান নির্বাহী মো. রাসেল শাহরিয়ার, প্রিন্সিপাল অফিসার তানভির আহমেদ কমল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম ভুইয়া ও সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রাণ গৌরাঙ্গ দে। তবে এজাহারভুক্ত আসামি এস.এ.এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম শেখ মামলার তদন্তাবস্থায় ইন্তেকাল করায় তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে।
এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে ১৩ জন এবং তদন্তকালে আগত নতুন তিনজনকে চার্জশিটে আসামি করা হয়। তদন্তে আগত আসামিরা হলেন- তানভির আহমেদ কমল, জাহাঙ্গীর আলম ভুইয়া ও প্রাণ গৌরাঙ্গ দে।