রাজধানীতে পৃথক ঘটনায় কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চি ও ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় গতকাল শনিবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লা ভিঞ্চি হোটেলের নিচতলার জেনারেটর রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে হোটেল লাগোয়া কারওয়ানবাজারের টিনশেড কাঁচাবাজারের একাংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দৃঢ়তায় আগুন বাজারে ছড়াতে পারেনি। আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় কাগজপত্র পুড়লেও ভল্টের কোনো ক্ষতি হয়নি। যদিও ব্যাংটিকে আগুন লাগার পর উৎকন্ঠায় পড়েন অনেক গ্রাহক। ভল্ট রক্ষায় মোতায়েন করা হয় পুলিশও।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লা ভিঞ্চি হোটেলের রুমে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রæত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। শর্টসার্কিট থেকে হোটেলটির নিচতলায় জেনারেটর রুমে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ১০ লাখ টাকার মালামাল। আগুন বাজারে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নিতে পারতো। এরআগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়ে লা ভিঞ্চি হোটেলের স্টোর কিপার হাসান বলেন, খুবই ছোট আগুন ছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের এখানে জেনারেটর ছাড়া আর কোনো কিছু ছিল না। টিনের চালা ঘরে শুধু জেনারেটরটিই ছিল। জেনারেটর পুড়েনি। শুধু ঘরের উপরের টিন এবং সিলিং পুড়েছে। জেনারেটরের কিছু হয়নি।
এদিকে গতকাল বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগে লাগা আগুনে কোন হাতহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ব্যাংকের কিছু কাগজপত্র পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ধোলাইখাল হাজী ইসলাম স্টিল মার্কেটের দ্বিতীয় তলায় মিচুয়াল ট্রাস্ট ব্যাংকেই প্রথমে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা ছোটাছুটি করতে থাকেন। আবার কেউ জীবনের ঝুঁঁকি নিয়েই চেষ্টা করেন আগুন নেভানোর। ব্যাংকটির ওই শাখায় গচ্ছিত আছে এলাকার অসংখ্য ব্যবসায়ীর পুরো জীবনের সঞ্চয়। তাই শঙ্কা আর উৎকণ্ঠা দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, ভবন ঘেষা বিদ্যুতের ট্রান্সমিটার থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে যায় ব্যাংকের ভেতর। ভবনটির ওপরের চার তলায় আবাসিক ভবন থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠা দেখা যায় বাসিন্দাদের মাঝে। পরে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে। এদিকে ব্যাংকের ভল্টে টাকা থাকায় কর্মকর্তাদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দেয়। তাই ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তা চায় ব্যাংক কর্তৃপক্ষ। পরে পুলিশ ব্যাংকের ভবনটি ঘিরে রাখে। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, আগুনে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে গেছে। এছাড়া আসবাবপত্র, পর্দাসহ কিছু জিনিসপত্র পুড়েছে। এছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আগুনের সময় উৎসুক জনতার ভিড় হয়। এই সুযোগে ভল্ট অরক্ষিত হতে পারে, তাই পুলিশি সহায়তা চাওয়া হলে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে।