spot_img

ডিজিডিপির ওষুধ সরবরাহে প্রতারণা, দুইজন গ্রেফতার

প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিডিপি) ওষুধ প্রতারণার চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন, নাজমুল হক ও ফারুক হোসেন। র‌্যাব বলছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভেজাল ওষুধ সরবরাহ করে আসছিলেন গ্রেফতারকৃত এ দুইজন। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান গতকাল শনিবার এ তথ্য জানান।
তিনি বলেন, ডিজিডিপি ক্রয় প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ের অনুসন্ধানে জানা যায়, কিছু সংখ্যক প্রতারক চক্র জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়ে জীবন রক্ষাকারী নকল ওষুধ এবং মেডিকেল যন্ত্রপাতি বিক্রি করে সরকারি প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও গোয়েন্দা ও অভিযানিক তৎপরতা শুরু করে র‌্যাব-১। গত শুক্রবার রাজধানীর মানিকদি ও দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এ ধরনের প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠানে নকল ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে মানব জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলবে। এরূপ প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ