spot_img

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্তসহ ১৩ গুণিজনকে সম্মাননা দিচ্ছে সাতক্ষীরা জেলা সমিতি

দেশের ১৩ গুনীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলরুমে সমিতির ঈদ পুনর্মিলনী, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে এই এই সম্মাননা প্রদান করা হবে।
যদেরকে সম্মাননা প্রদান করা হবে তারা হলেন, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ ও সমাজ সেবক জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, দেশের অন্যতম সেরা সঙ্গিতশিল্পী সাবিনা ইয়াসমিন ও স্বাধীনতা পদকপ্রাপ্ত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ও ধান বিজ্ঞানী ড. মোঃ আব্দুল মজিদ। একুশে পদকপ্রাপ্ত কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার শেখ লুৎফর রহমান, প্রথিতযশা চিত্রকর সৈয়দ জাহাঙ্গীর, কবি, সঙ্গীত রচিয়তা, নাট্যকর ও সাংবাদিক সিকান্দার আবু জাফর, বরেণ্য কন্ঠশিল্পী নিলুফার ইয়াসমিন, প্রখ্যাত সাংবাদিক ও লেখক তোয়াব খান, কবি ও সাংবাদিক কাজী রেজা, অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জল ঘোষাল এবং অভিনেতা ও আবৃতিকার জয়ন্ত চট্টপাধ্যায়। এছাড়াও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সমাজসেবায় উল্লেখ্য অবদানে ঢাকা আহ্ছানিয়া মিশনকে সম্মাননা প্রদান করা হবে।
এবিষয়ে সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ বলেন, সাতক্ষীরা জেলার ভাবমূর্তি দেশ এবং বিদেশে উজ্জল করার জন্য এই ১২ জন সাতক্ষীরার কৃতি সন্তান ও একটি প্রতিষ্ঠানকে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির উদ্যেগে সম্মাননার আয়োজন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ