spot_img

বেতাগীতে গুলিভর্তি রিভালভারসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু ও তাঁর
গাড়িচালককে অবৈধ রিভলবারসহ আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে
উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গাড়ি থামিয়ে তল­াশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে
পুলিশ।
নাহিদ মাহামুদ হোসেন লিটু বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি এবার দোয়াত কলম প্রতীক নিয়ে বেতাগী উপজেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর গাড়ি চালকের নাম মো. সজীব হোসেন (২৭)।
জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বেতাগী থানর ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ মাহামুদ হোসেন লিটু তাঁর ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে উঠান বৈঠক
করতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা
সাড়ে ৭টার দিকে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের
তল­াশিচৌকিতে তাঁর গাড়িটি তল­াশি করা হয়। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে গুলিভর্তি একটি
রিভলবার উদ্ধার করেন। এরপর তাঁদের থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু তার ব্যক্তিগত
প্রাইভেটকার নিয়ে উঠান বৈঠক করতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট
বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলিব্রীজ এলাকায়
পুলিশের চেক পোস্টে তার গাড়িটি তল­াশির কবলে পড়ে। এ সময় পুলিশ গাড়ি তল­াশি করে গুলিভর্তি
একটি রিভালভার উদ্ধার করে। এরপর তাদের থানায় নিয়ে আসা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, চেকপোস্টে তল­াশিকালে এক
চেয়ারম্যান প্রার্থীর গাড়ি থেকে গুলিভর্তি অবৈধ রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় ঐ চেয়ারম্যান
প্রার্থী গাড়িতে ছিলেন। চালকের আসনের নিচ থেকে কাপড় মোড়ানো অবস্থায় একটি গুলিভর্তি
রিভালভার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গাড়িচালক অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায়
তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী
নাহিদ মাহমুদ হোসেন লিটুর প্রার্থী বালিত হচ্ছে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ