বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ আহত হয়েছেন একই পরিবারের চারজন। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে টানেল সড়কের বৈরাগ গোলচত্বরে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সিএনজি চালক খোরশেদ আলম (৪৩), অটোরিকশার যাত্রী রায়হান শরীফ (৭৫), মোহাম্মদ রায়হান (৩), মোহাম্মদ জামাল (৩৫), ও ইয়াসমিন আকতার (৩০)। আহত ব্যক্তিরা আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের খান বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর জানায়, মাইক্রোবাসটি পতেঙ্গা প্রান্ত থেকে টানেল পার হয়ে আনোয়ারার বৈরাগ গোলচত্বর এলাকায় পৌঁছালে গোলচত্বরে মোড় ঘোরার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে গাড়ি দুটি উদ্ধার করে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেওয়া হয়েছে।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, টানেল সড়কে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠাই এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
উলে্যখ্য যে, গত বছরের ২৮ অক্টোবর উদ্বোধনের পর টানেলের ভেতরে-বাইরে ৯টি দুর্ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ গেছে দুজনের।