spot_img

স্বামীকে ফাঁসাতে গিয়ে ইয়াবাসহ গ্রেফতার স্ত্রী

স্বামীর কাছে ইয়াবা থাকার কথা জানিয়ে জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরে কল দেন স্ত্রী। পরে পুলিশ আসলে স্ত্রীর আচরণে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, স্ত্রী নিজেই ইয়াবা কিনে স্বামীর ঘরে রাখেন। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন ওই স্ত্রী। রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় গতকাল সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। গ্রেফতার স্ত্রীর নাম রুমা আক্তার ( ৩০)। ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জাকিরের কাছ থেকে রুমা ১৪ পিস ইয়াবা কিনেন।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ১২ বছর আগে বিয়ে হয় প্রবাসী কাওছার ও রুমার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। একে অপরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তাদের। এ বিবাদের কারণে বিদেশ থেকে চলে এসে ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করেন কাওছার। দেশে ফিরলে বিবাদ আরও বাড়তে থাকে। এরই মধ্যে বোনের জন্য স্বামীর কাছ থেকে টাকা নেন রুমা। সেই টাকা দিয়েই জাকিরের কাছ থেকে কেনেন ১৪ পিস ইয়াবা। পরে সেই ইয়াবা স্বামীর শোয়ার ঘরে একটি ব্যাগে ঢুকিয়ে রেখে গতকাল সন্ধ্যায় কল করেন ৯৯৯ এ। পুলিশ গেলে রুমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করেন সত্য ঘটনা। স্বামীকে ফাঁসানোর জন্য ইয়াবা কেনার কথা জানালে গ্রেফতার করা হয় থাকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাকিরকেও গ্রেফতার করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ