বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২৯৭ জন মিয়ানমারের নাগরিক ও ৫ জন ভারতের নাগরিককে আটক করেছে বিজিবি। গত এপ্রিল মাসে দেশের ৪ হাজার ৪শ ২৭ কিলোমিটার সীমান্ত পথ দিয়ে এরা বাংলাদেশে ঢুকতে গিয়ে বিজিবি’র হাতে আটক হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।
গতকাল বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। এছাড়া ৫ জন ভারতীয় নাগরিক এবং ২৯৭ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এপ্রিল মাসে বিজিবি’র অভিযানে ১৩৪ কোটি ৩৬ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১২ কেজি ৪০ গ্রাম স্বর্ণ, ৭০৪ গ্রাম রূপা, ২ লাখ টি কসমেটিক্স সামগ্রী, ৫১৫টি ইমিটেশন গহনা, ৭ হাজার শাড়ি, ৩৮ কেজি কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৩টি প্রাইভেটকার, ৩টি ট্রাক্টর, ১৫টি নৌকা, ২৩টি ইজিবাইক, ৬৩টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল।
এই সময়ের মধ্যে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ১টি রাইফেল, ৪টি সকল প্রকার গান, ৪টি ম্যাগাজিন এবং ৪৯ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯ লাখ পিস ইয়াবা, ১২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৩২ কেজি হেরোইন, ১১ হাজার বোতল ফেনসিডিল ও ২১ হাজার বোতল বিদেশী মদ।