পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করবেন। মির্জা ফখরুল বলেন,আমি এখনো অসুস্থ।পুরোপুরি সুস্থ হইনি। আমি স্ত্রী রাহাত আরা বেগমসহ ওমরাহ হজ পালনের সংকল্প করেছি। ২ মে সৌদি আরব যাবো। গত ২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতাকে কেন্দ্র করে ৭৭ বছর বয়সী মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রæয়ারি তিনি জামিনে মুক্তি পান। ৪ মার্চ চিকিৎসার জন্য মির্জা ফখরুল সস্ত্রীক সিঙ্গাপুরে যান। ১৯ দিন পর ২৩ মার্চ তারা দেশে ফেরেন। দুজনই নানা শারীরিক জটিলতায় ভুগছেন।