নিজ নামে বরাদ্দ করা গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারি গাড়ি চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবুকে চাকুরিচ্যুত করেছে সংস্থাটি। গতকাল সোমবার করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা দুটি ভিন্ন ভিন্ন দপ্তর আদেশে তাদের চাকুরিচ্যুত করা হয়।
এর আগে ২৫ এপ্রিল ৯টার দিকে রাজধানীর মুগদার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র এলাকায় চালক মো. কামাল হোসেনের নামে বরাদ্দ করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির চাপায় মাহিন নিহত হয়। এ ঘটনার পর দিন বিকেলে মাহিনের জানাজায় অংশ নেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি শোক প্রকাশ করে মাহিন আহমেদের পরিবারের পাশে থাকার এবং এ দুর্ঘটনায় দোষী সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।