spot_img

প্রাথমিকের শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নে সরকারকে নির্দেশ

জনবল কাঠামো অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য তিন মাসের মধ্যে একটি নির্দেশিকা প্রণয়ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত শুনানি করেন।
অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, রিটকারীগণ দেশের বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক। তারা অনেকেই তাদের তাদের নিজ জেলা/উপজেলার বাহিরের জেলা/উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য নীতিমালা/নির্দেশিকা প্রণয়নের বিধান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদলির জন্য নীতিমালা/নির্দেশিকা প্রণয়নের জন্য কোন পদক্ষেপ নেয়নি। নীতিমালা প্রণয়নের জন্য আবেদন করা হলেও তাতে সাড়া না পেয়ে এমপিওভুক্ত ১৩০ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। ওই রিটের উপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এ রায় দেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ