spot_img

সিটি কর্পোরেশনের ময়লা পরিবহনের গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীর মুগদায় মদিনাবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) ময়লার গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোঃ মাহিন আহমেদ (১৩)। সে মতিঝিল সরকারী আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুগদা মদিনাবাগ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাহিনকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় । সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ময়লার গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
এ নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গত তিন বছরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই এসব দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সিটি করপোরেশনের চালকদের অনেকেরই ভারী যানবাহন চালানোর লাইসেন্স নেই বলে জানা গেছে।
নিহত মাহিনের ভাই মাহফুজ আহমেদ বলেন, মুগদায় বাসার অদুরে মাহিন তার এক বন্ধুর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয়। সড়ক দিয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রæতগতির সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয় । এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিনের স্বজনদের দাবি, ময়লার গাড়িটি খুব বেপরোয়াভাবে চলছিল। চালকও নেশাগ্রস্থ ছিল। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
মুগদা থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ খতিয়ে দেখছে। মৃত মাহিন কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার মোঃ মাসুম আহমেদের ছেলে।
বর্তমানে মুগদার মামা-ভাগ্নে গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। বাবা গার্মেন্টসের এক্সেসরিজ ব্যবসায়ী। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
অপরদিকে, একই দিন দিবাগত রাত সোয়া ৩ টার দিকে রাজধানীর গোন্ডারিয়া থানাধীন পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্ট ঘন্টি ঘর এলাকায় রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় এক মহিলা (৬০) গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক শুক্রবার ভোর ৪ টার দিকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষানিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আশপাশের কেউই বলতে পারেননি তার পরিচয়। তবে তার পোশাক-আশাক দেখে তাকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা হচ্ছে।ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ