পাবনার সাঁথিয়ায় অগ্রনী ব্যাংকের ১০ কোটি ১৩ লক্ষ, ৬২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ।
জানাযায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হঠাং করে উপজেলার অগ্রনী ব্যাংক পরিদর্শনে আসেন রাজশাহী বিভাগীয় অগ্রনী ব্যাংকের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন ও পাবনার আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফসহ উর্ধতম কর্মকর্তা গণ। তারা দিন ভর বিভিন্ন তথ্য যাচাই বাছাই শেষে ব্যাংকের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটতকৃতরা হলেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও কাশিনাথপুর গ্রামের মৃত জান বক্্রসের ছেলে আবু জাফর, ব্যাংকের ব্যবস্থাপক ও সুজানগরের দুর্গাপুর গ্রামের হারুন বীন সালাম, ব্যাংকের ক্যাশিয়ার ও বেড়ার নতুন ভারেঙ্গার মৃত শুশিল চক্রবর্তীর ছেলে শুব্রত চক্রবর্তী।
এদিকে অর্থ আত্মসাতের খবরে শুক্রবার সকালে গ্রাহকরা কাশিনাথপুর অগ্রনি ব্যাংকের সামনে ভীড় করতে থাকে। গ্রাহক আনসার মন্ডল জানান, আমরা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা জমা রাকা হয়। সে টাকার যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় টাকা রাখবো।
আঃ আলিম নামক এক গ্রাহক জানান, আমরা ব্যাংকের তিন কর্মকর্তার কঠোর বিচার দাবি করছি।
এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটককৃতদের ৫৪ ধারায গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।