রাজধানীর উতরায় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। পাসপোর্ট উত্তরা অফিসে জরুরী পাসপোর্ট, পাসপোর্টের তথ্য সংশোধন ও পাসপোর্ট নবায়ন করিয়ে দেয়ার সময় জন প্রতি ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়া হয়। এই অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম উত্তরার পাসপোর্ট অফিসে অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, উত্তরা পাসপোর্ট অফিসে জরুরী পাসপোর্ট, পাসপোর্টের তথ্য সংশোধন ও পাসপোর্ট নবায়ন করতে গিয়ে অনেক পাসপোর্ট গৃহীতা ভ‚ক্তভোগী হয়েছেন। পাসপোর্টের তথ্য সংশোধন করতে হলে জন প্রতি ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। পাসপোর্ট নবায়ন করতে গিয়ে অনেক আবেদনকারীর বর্তমান ঠিকানা পরিবর্তন করা হলে, পুলিশ ক্লিয়ারেন্সের দাবি করা হয়। এই অভিযোগে ওই চক্রটি ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়। আবার জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ২০ হাজার টাকা দিলেই নির্ধারিত সময়ের আগে পাসপোর্ট গৃহীতার হাতে দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার উত্তরার ১৫ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডের ৫ নম্বর প্লটে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরার অফিসে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। উত্তরা অফিসের পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টার বেশ কিছু ফাইল জব্দ করে দুদক টিম। একজন কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মোবাইল ফোনের তথ্য যাচাই-বাছাই করে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়। পরে দুদুক টিম তার মোবাইল ফোনের তথ্য অধিকতর তদন্ত করে এ ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। চাঁদপুর আঞ্চলিক অফিসে ২ (দুই) জন আনসার সদস্য সেবা প্রদানে অতিরিক্ত অর্থ দাবি করার বিষয়টি এনফোর্সমেন্ট টিমের হাতে ধরা পড়ে। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক তথ্য পাওয়ায় দুদক টিম মোবাইল ফোনটি জব্দ করে। নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে কর্মচারীদের সাথে দালাল চক্রের সখ্যতার বিষয়টি অভিযান চলাকালে দুদক এনফোর্সমেন্ট টিমের হাতে ধরা পড়ে।