spot_img

সাহারার ধূলিতে কমলা রঙের রুপ নিয়েছে গ্রিসের আকাশ

সাহারা মরুভ‚মি থেকে উড়ে যাওয়া ধূলিকণায় গ্রিসের রাজধানী এথেন্স ও অন্যান্য শহর ঢেকে গেছে। এই ধূলিকণার কারণে কমলা রঙের রূপ নিয়েছে গ্রিসের আকাশ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ২০১৮ সালের পর এবারই প্রথম এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে গ্রিস। দ্যা গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, গত কয়েক দিনের প্রবল বাতাসের পর মঙ্গলবার গ্রিসের দক্ষিণাঞ্চলকে গ্রাস করেছে হলুদ-কমলা রঙের ধূলিকণা। ভয়াবহ এই বায়ুদূষণে শ্বাসকষ্টের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
এথেন্স অবজারভেটরির আবহাওয়া গবেষণা পরিচালক কোস্টাস লাগোয়ভার্দোস বলেন, ২০১৮ সালের ২১-২২ মার্চের পর এবারই প্রথম সর্বাধিক ঘনত্বের ধূলি ও বালুকণার মিশ্রণ সাহারা থেকে উড়ে এসেছে। এথেন্সের দৃশ্যকে তিনি মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেছেন। দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ধুলিকণার ঘনত্ব সূর্যের আলো এবং মানুষের দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে। এছাড়া বাতাসে ভারী ধূলিকণায় অনেকের জটিল স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। যে কারণে লোকজনকে বাড়ির বাইরে বেশি সময় না কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিরোধমূলক মাস্ক পরতে বলা হয়েছে।
সাহারা মরুভ‚মি থেকে বছরে ৬০ থেকে ২০০ মেট্রিক টন খনিজ ধূলিকণা নির্গত হয়। এর মধ্যে বড় বড় সব ধূলিকণা দ্রুতই মাটিতে পড়ে যায়। তবে ক্ষুদ্র ধূলিকণা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে; আর এই ধূলিকণা পুরো ইউরোপে পৌঁছতে পারে। গ্রিসের আবহাওয়া সংস্থা বলেছে, বুধবার থেকে দেশের আকাশ পরিষ্কার হতে শুরু করতে পারে। এদিকে গত কয়েকদিন ধরে প্রবল দখিণা বাতাসের কারণে গ্রিসের দক্ষিণে অসময়ে দাবানলও ছড়িয়ে পড়েছে। ক্রিট দ্বীপে একটি নৌঘাঁটির কাছে এ আগুন ছড়িয়ে পড়েছে। এ কারণে বেশ কিছু বাড়ি এবং একটি স্কুল খালি করতে হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ