পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে গত ৩১ মার্চ এবং গত ২ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে কালের কন্ঠ। ওই প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে দুদকের অনুসন্ধান চেয়ে একটি আবেদন কমিশনের চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়। এতে বলা হয়, দুটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশের পরও যথাযথ কর্তৃপক্ষ তদন্তের কোন পদক্ষেপ নেয় নাই। অতএব তদন্ত করা হোক উত্থাপিত অভিযোগের বিষয়ে।
কিন্তু এরপরেও পদক্ষেপ না নেওয়ায় দুদকের চেয়ারম্যান, কমিশনার (তদন্ত), কমিশনার (অনুসন্ধান) ও দুদক সচিব বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশ প্রেরণের ৭২ ঘন্টা পর হাইকোর্টে রিট করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।