পানি সম্পদ মন্ত্রণালয়ের চলমান ১২৪টি প্রকল্পের প্রত্যেকটি প্রকল্পস্থানে সংশ্লিষ্ট প্রকল্পের বিবরণ সম্বলিত সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দিয়েছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির আগামী বৈঠকে সেসব সাইনবোর্ডের ছবিও উপস্থাপন করতে বলা হয়েছে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, রনজিত চন্দ্র সরকার, এ.বি.এম রুহুল আমিন হাওলাদার ও বেগম নাজনীন নাহার রশীদ অংশ নেন।
বৈঠকে ‘পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মানদীর বাম তীর সংরক্ষণ’ প্রকল্পের ডিপিপি সংশোধনীপূর্বক কাজ দ্রুত শেষ করার ও প্রকল্প এলাকার ভাঙ্গনের হার হ্রাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে ‘কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলার নদী তীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন এবং খাল পুনঃখনন’ প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে কমিটি।
বৈঠকে বাংলাদেশ হাওড় ও জলাভ‚মি উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম এবং এর অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। শুষ্ক মৌসুমে পানি সংকট থেকে ঠাকুরগাঁওবাসীকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের এবং ওই এলাকায় যেসব প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে সেগুলোর দ্রত দরপত্র আহŸানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, হাওড় উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন।