রাজধানীর মিরপুরের ভাষানটেক থানা এলাকার ১৩ নং কালভার্ট রোড এলাকায় সিলিন্ডারের গ্যাসের আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মেহেরুন্নিসা (৮০)। শুক্রবার (১২ এপ্রিল) ভোর রাত চার টায় পশ্চিম ভাষানটেকের নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩-এল নম্বর বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মেহরুন্নেছা (৮০), লিটন (৫২), তার স্ত্রী সূর্য বানু (৩৮), তাদের সন্তান লিজা (১৮), লামিয়া (৭) ও সুজন(৬)। দগ্ধ লিটন পেশায় ফার্নিচার ব্যবসায়ী। মশার কয়েল ধরাতে গিয়ে রুমে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর আশেপাশের লোকজন একই পরিবারের ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে ভোর পৌনে পাঁচটায় নিয়ে আসেন।
শনিবার সকাল আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মেহেরুন্নিসার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, ভোরে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৬ জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এছাড়া বাকিদের মধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন।