ঈদের দিন রাজধানীর বুড়িগঙ্গা নদীর সদরঘাটে মর্মান্তিক ঘটনা ঘটেছে। সদরঘাটে রশি দিয়ে বেঁধে রাখা পাশাপাশি দুইটি লঞ্চের মাঝখানে আরো একটি লঞ্চ ঢুকতে গিয়ে ৫ লঞ্চ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করিয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সদরঘাটের ১১ নং পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল। বিকাল ৩ টার দিকে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনের দিকে প্রবেশ করতে থাকে। এসময় পন্টুনের সঙ্গে বেঁধে রাখা এমভি তাসরিফ -৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে লঞ্চটি সদরঘাটের পন্টুনের পাটাতনের সঙ্গে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। ওই সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে
সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেয়া হয়।