রাজধানীর শাহজাদপুরে মেঘনা ব্যাংকের এটিএম বুথের টাকা চুরি করতে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। বাধা দিলে এটিএম বুথের নিরাপত্তা প্রহরী হাসান মাহমুদকে(৫৫) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার ভোর সোয়া ৫ টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় মেঘনা ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বুধবার ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আমাদের প্রাথমিক ধারণা, এটিএম বুথের টাকা চুরি করতে এসে, বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। তাদের কাজে বাধা দিলে হাসানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।