বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশীকে গুলি করার অভিযোগ উঠেছে ভারতের বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) এক সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন খামারভাতি সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যের আগ্নেয়াস্ত্র তাক করে দুই বাংলাদেশীকে গুলি করার একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ২ টার দিকে খামারভাতি সীমান্তে বাংলাদেশের ভিতরে সবুজ ধানক্ষেতের মধ্যে শটগান নিয়ে বিএসএফ সদস্য দৌড়াচ্ছে। বাংলাদেশের দুই নাগরিককে ধাওয়া করছে। ধানক্ষেতের পাশে একটু দূরে ভারতের কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। দূর থেকে একজন বাংলাদেশীকে বিএসএফের সদস্য আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাক করে। প্রাণ বাঁচাতে ওই বাংলাদেশী দৌড়াতে থাকেন। বিএসএফ সদস্যও দৌড়াতে দৌড়াতে খুব কাছ থেকে বাংলাদেশীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএসএফের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে দিনের বেলা প্রকাশ্যে বিএসএফ সদস্যদের এভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে গুলি করার ঘটনা নিয়ে সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিজিবি সদর দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিজিবি সদর দপ্তর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।