রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ রোড এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের রড পড়ে পথচারী এস এম হাসানের (৪৬) মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত হাসানের স্ত্রীর বড় ভাই মো. সেলিম উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক পরিদর্শক ও সাত মসজিদ হাউজিংয়ের সেক্রেটারি সোহেলসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০-৫৫ জনকে আসামি করা হয়েছে।
মোহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন সোমবার রাতে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আসামিদের কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ তাদের ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে। খুব শিগগির তাদের ধরা সম্ভব হবে।
মামলার বাদী মো. সেলিম উদ্দিন জানান, সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় নিজ গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা ও অন্য স্বজনদের সঙ্গে দাফন করা হয়েছে। তিনি বলেন, থানা থেকে পুলিশের কেউ যোগাযোগ করেনি।
প্রসঙ্গত, গত শনিবার রাতে তারাবীর নামাজ পড়ে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে নিহত হন বায়োফার্মার এ্যাসিসটেন্ট ম্যানেজার এস এম হাসান।