spot_img

এবার জুতো আর কসমেটিকস কেনা চাই

নগরির এলিফ্যান্ট রোডের সাইনী সুজ থেকে এক জোড়া ¯িøপার এবং এক জোড়া হাই হিল কিনলেন বুশরা জামির । দাম পড়লো সাড়ে ৪ হাজার টাকা। দামটা বেশি কিনা জানতে চাইলে বুশরা জানান -মান ভালো জুতোগুলো ২ হাজার টাকার উপরে কিনতে হয়। এখন ঈদ বলে আর একটু বেশি দামতো দিতেই হবে। শুধু বুশরা নয় এক কিংবা দুই দিন পরেই ঈদ বলেই সবার দৌড় এখন জুতোর আর কসমেটিকস-এর দোকানে।
জুতোর মার্কেটের জন্য খ্যাত এলিফ্যান্ট রোডে জুতোর মার্কেটের সামনে বেশ ভীর। বিক্রেতা সাব্বির আলম জানান -এত দিন তারা বসেই ছিলেন-দুই একদিন হলো ক্রেতা আসতে শুরু করেছে। এখন হাই হিল , ¯িøপার, সু, স্যান্ডেল, স্যান্ডেল সু এর বিভিন্ন রঙ আর ঢঙের ডিজাইনের দেশী-বিদেশী জুতো পাওয়া যাচ্ছে এখানে। ছোট্ট রিক্তা মা-বাবার সাথে পছন্দের জুতো কিনলো বাটা থেকে রিক্তা জানানয় জুতো তার খুবই পছন্দ হয়েছে।
নগরির বসুন্ধরাসিটি শপিং কমপ্লেক্স -এর জুতোর দোকানেই পাওয়াগেল তিন প্রজন্মকে একসাথে জুতো কিনতে। বাবা- সোবহান মাহমুদ, ছেলে জাহিদ মাহমুদ আর নাতি আয়ান জুতো কিনলেন এপেক্স থেকে। তারা জানান এপেক্সের ঈদ আয়োজন বেশ ভালো। ভালো মানের জুতো পেলেন তারা। এপেক্সের বিক্রেতা মো: প্লাবন জানান তাদের ২ হাজার টাকা থেকে ১৪/১৫ হাজার টাকায় মেয়েদের জুতো পাওয়া যায়। এই ব্র্যান্ডের নলোরসি, মুচিফেক,ক্লার্কের জুতোর চাহিদা বেশি। ক্লার্কের হিল জুতো ১৪ হাজার আর সু জুতো পাওয়া যাবে ১৫ হাজার টাকায়। এপেক্স থেকে জানা যায় ঈদকে কেন্দ্র করে তারা ২ থেকে ৫হাজার টাকা দামের জুতো বেশি বিক্র করছেন। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহি জুতো বাটায় দেখাগেল পরিবারের অনেকেই এসে জুতো কিনছেন। বিক্রতা জানান বাটার বিশেষত্বই এটা,অনেকেই দীর্ঘ দিন বাটা জুতো পড়েন বলেন অন্য দোকানে যান না-এমন ক্রেতাও আছেন তাদের। এখানেই জুতো কিনলেন নূসরাত জাহান। নূসরাত বাটার কমফিটের একজোড়া জুতো কিনলেন ৪ হাজার টাকা দিয়ে। বিক্রতাদের কাছ থেকে জানা যায় এখানে তাদের রেডলেবের জুতোগুলোর দাম সাড়ে ৫হাজার থেকে ৬ হাজার টাকা। ¯িøপার জুতোগুলো পাওয়া যাবে ২ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায়। বে,বাটা, এপেক্স জনপ্রিয় ব্র্যান্ড ছাড়াও অন্যান্য দোকান ঘুরে দেখা যায় ঈদকে কেন্দ্র করে শিশুদের জুতো বিক্র হচ্ছে ৬শ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। মেয়েদের ¯িøপার বিক্রি হচ্ছে হাজার/১২শ থেকে আড়াই হাজার /তিন হাজার টাকা পর্যন্ত। জারা ফুট ওয়্যার-এর মো; আসাদ জানান অনেক ক্রেতা থাকলেও তারা কাঙিখত দাম পাচ্ছেন না। একটি জুতোর দাম ৩ হাজার টাকা চাইলে ক্রেতা ১৫ম টাকা বলছে। তারা দেশী বিদেশী মানসম্পন্ন জুতো রাখেন তাদের অনেক খরচ আছে,সেই অনুয়ায়ি লাভ কম হচ্ছে। সু-গ্যালারি, রিসেন্ট সু,জারা ফুটওয়্যার,এম আর ফ্যাশন,রাইয়ান সুজ প্রভৃতি দোকান ঘুরে দেখা যায় ক্রেতা ও বিক্রেতারা জুতোর দাম নিয়ে দরকসকাসি করছেন। উভয় পক্ষের নিজ নিজ পক্ষ সমর্থনেই যুক্তি দিচ্ছেন।
কসমেটিকস কেনা শুরু
নগরির জনপ্রিয় মার্কেট ঘুরে দেখাগেল অনেক নারীরা এখন কসমেটিস কিনতে শুরু করেছেন। ইস্টার্নপ্লাজার নিচের তলায় জর্ডানা থেকে কসমেটিকস কিনলেন ডলি ইসলাম। ডলি পরিবাগের বাসীন্দা। মেয়ে আর নিজের জন্য ফাউন্ডেশন আর লিপিস্টিক ,নেইলপালিশ, মাশকারা ও আইলাইনার কিনলেন তিনি। তিনি বরাবরই এই দোকান থেকে কেনেন তাই তার দাম নিয়ে কোন অভিযোগ নেই। নিউমার্কেক, গাওসিয়া,বসুন্ধরাসিটি শপিং কমপ্লেক্স -এর দোকান ঘুরে জানা যায় কসমেটিকস-এর দোকানে ভীড় জামতে শুরু করেছে। বসুন্ধরাসিটি শপিং কমপ্লেক্স-এর নিয়র-এর আউটলেট থেকে জানা যায় তাদের বিক্রি বেশ ভালো। শাখা ম্যানেজার কামরুল ইসলাম জানান তাদের ঢাকা শহরের ৬টি আইটলেট আছে-প্রতিটি আউটলেটেই ঈদের ক্রেতাসমাগম বাড়ছে। আইলাইনার, মাশকড়ার জন্য জনপ্রিয় নিয়রে এসব পণ্য পাওয়া যাবে ৫৯৫ থেকে ১৫শ টাকা পর্যন্ত।পান্থপথ থেকে আশা সিরাজুল ইসলাম ও শেফালি ইসলাম -এই শোরুম থেকে লিপস্টিক কিনলেন সাড়ে আটশ টাকায়। বিক্রেতা জানান তার শোরুমে সাড়ে ৩শ থেকে সাড়ে ২৬শ টাকার লিপস্টিক আছে। এই সকল জনপ্রিয় মার্কেটগুলোতে জর্ডানা ,নিয়র,হিড বিউটি,কালার ম্যাক্স,টপ ফেস,র্গানিস,এক্সপোজ,লরিয়েল,কভার গার্ল,ইএলএফ প্রভৃতি ব্যান্ডের কসমেটিক পাওয়া যাবে। এইসকল ব্র্যান্ডের কালার কসমেটিকস-এর দাম পড়বে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।লিপস্টিকস-এর দাম পড়বে ৮শ থেকে ৩হাজার টাকা পর্যন্ত। কমপেক্ট পউডার, ফাউন্ডেশনের দাম পড়বে আড়াই হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা। মেকআপ সেট,বøাসনের দাম পড়বে৫/৬শ টাকা থেকে ১৮শ টাকা পর্যন্ত।আর আমেরিকা, বিটিস ব্র্যান্ডের এই সকল পণ্যের দাম শুরু হবে তিন ,চার হাজার টাকার থেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ