ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘেœ যাতায়াতের সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই প্রেক্ষিতে সময় মতো ট্রেন ছাড়া এবং শিডিউল বিপর্যয় নিরসনে আজ (ববিবার) থেকে আন্তঃদেশীয় তিনটি ট্রেন মিতালী এ´প্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ হচ্ছে। এই তিন ট্রোন মোট ১১ দিন বন্ধ থাকবে। সম্প্রতি এক বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শুধু মিতালী এক্সপ্রেস (৩১৩২) ট্রেন জলপাইগুড়ি থেকে ১৭ এপ্রিল ছেড়ে আসবে। তবে আগামী ১৮ এপ্রিল থেকে সবকটি আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।
এছাড়া আগামী ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালামাল বহন করা ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
দেরিতে ছাড়লো ৩ ট্রেন ঃ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন গতকাল শনিবার তিনটি ট্রেন বিলম্বে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়েছে পৌন দুই ঘণ্টা দেরিতে সকাল ৭টা ৫০ মিনিটে। এরপর নেত্রকোনার মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিউটার ও চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনও স্টেশন ছেড়ে যায় অনেকটা বিলম্বে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, গতকাল বেশিরভাগ ট্রেনই যথাসময়ে স্টেশন ছেড়েছে। দু-একটি ট্রেন দেরিতে আসায় স্টেশন ছাড়তে কিছুটা সময় লেগেছে। এদিন ৪২ জোড়া আন্তঃনগর, লোকাল ২৫ জোড়া এবং দুই জোড়া স্পেশালসহ ৬৯ জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করছে। ঈদের দিনও স্পেশাল ট্রেন থাকছে।