ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তার জন্য দিলিতে শক্তিশালী সরকার প্রয়োজন। দুর্বল সরকারে কাজ হবে না। শক্তিশালী সরকার দিতে পারেন একমাত্র নরেন্দ্র মোদি। তিনি ভারতের জনগণের সামান্য একজন সেবক। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোচবিহারের মাথাভাঙ্গায় এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি এসব কথা বলেন। অন্যদিকে, মাথাভাঙ্গাতেই অন্য এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারতে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি। বিজেপির একটাই নীতি। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি।
জনসভায় নরেন্দ্র মোদি বলেন, বিরোধীদের রাজনীতি শুধু অপপ্রচারের উপরেই টিকে আছে। ‘ইন্ডিয়া’ জোট একটি মিথ্যাচার। তৃণমূল, সিপিএম, কংগ্রেস পশ্চিমবঙ্গে নিজেদের মধ্যে লড়ছে। আর দিলিতে এক জোট হয়েছে। বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে। প্রতি পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদি সরকারের গ্যারান্টি। সন্দেশখালির ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সন্দেশখালির ঘটনার জন্য দায়ী একমাত্র তৃণমূল। এর জন্য তৃণমূলকে ভুগতে হবে।
অন্যদিকে মমতা বলেন, ভারতে সকলেই নাগরিক। আমরা এনআরসি করতে দেব না। কারও অধিকার কেড়ে নিতে দেব না। শুনছি, অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। হিন্দুদের, মুসলিমদের, রাজবংশী, জনজাতিদের বিয়ের পদ্ধতি আলাদা? কে কীভাবে বিয়ে করবে, কোন শাড়ি পরবে? কীভাবে পরবে? তা-ও ঠিক করে দেবে বিজেপি। ভারতের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন, ওয়ান পার্টি চলতে পারে না। বিজেপি তা-ই করছে।