spot_img

ঈদ মেলায় কেনাকাটা

ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই নগরির বিভিন্ন স্থানে মেলা বসে। ঈদ যত ঘনিয়ে আসে নগরির মার্কেটগুলোর মতো মেলার আয়োজনও বাড়তে থকে,আর বাড়ে কেনাকাটার ভীর -এমনই একটি ঈদমেলায় কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছে রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনে আয়োজিত ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪’ বিক্রেতারা। এখানেই ঈদের কেনাকাটা করতে এসছেন বাংলাদেশে ব্যাংকের পরিচালক শাহনাজ। তার পরিবারের জন্য বেশ কিছু ঈদ পোশাক কিনে শাহনাজ জানান প্রতিবছরই ঈদকে সামনে রেখে বিসিক মেলার আয়োজন করে, শাহনাজসহ তার অনেক সহকর্মী এখানে কেনাকাটা করেন।


খিলগাওঁ এর উদ্যোক্তা সিন্ধ্যা দত্ত বসেছেন রঙ বাংলার পোশাক নিয়ে। সিন্ধ্যা জানান তার বিক্রি বেশ ভালো বানিজ্যিক এলাকা হওয়ায় প্রায় প্রতিদিনই তাদের বিক্রি ভালোই হচ্ছে। টঙ্গি কলেজ গেট থেকে আসা আরিফিনস বুটিকস-এর খাদিজা আরিফিন বসেছেন কারচুপির হিজাব নিয়ে-তিনি জানান হিজাবে তার বিশেষ্যত তাকলেও তার পোশাক বেশি বিক্রি হচ্ছে। তার কারচুপি নকশা করা হিজাবের মূল্য ছয়শ টাকা। খাদিজা বলেন, এখানকার ক্রেতারা এর মূল্য ২শ টাকা বলে। তাই তার হিজাবের চেয়ে অন্য আইটেমগুলো বেশি বিক্রি হচ্ছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বিসিক ভবনের আঙিনার মেলয় অফিস পাড়ার লোকেসমাগম বেশি বলে জানান উদ্যোক্তরা। উদ্যোক্তা আয়শা জানান বসেছেন পোশাক আর শাড়ি নিয়ে, শাড়ির চেয়ে পোশাকের চাহিদাই বেশি বলে মন্তব্য করেন আয়শা। এখানে পোশাকের পাশপাশি জুয়েলারী ও কসমেটিকসও কিনছেন ক্রেতারা। গোল্ডপ্লেটের গয়না, এ্যান্টিক, সিলভার রঙ, কালো নানা রকম ঢঙের গয়না পাওয়া যাচ্ছে। জুয়েরারি বিক্রেতা জানান, আংটি আর কানের বড় দুলের চাহিদা বেশি। ১০০ টাকা থেকে আংটি ও কানের দুল মিলবে এখানে। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা কারু শিল্পের কিছু পন্য নিয়ে বসেছেন। সাথে আছে মধু বাদাম, আচার , ব্যাগ ও শিশুদের পোশাক এবং খাবারের স্টল। আয়োজকদের কাছ থেকে জানা যায় ৫০টি স্ট আছে মেলায় যা সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। পুরো রমজানমাস জুড়েই বেলি রোডের মহিলা সমিতির প্রাঙ্গণে চলছে ঈদ মেলা। অভিজাত দোকানগুলো ক্রেতারা মাঝে মধ্যেই ঢু মারেন এই মেলায়। আর শান্তিনগর,বেলী রোড,কাকরাইলের বসিন্দারাতো এই মেলার নিয়মিত ক্রেতা বলে জানান বিক্রেতারা। এই মেলাতেও পোশাকের পাশপাশি জুয়েলারী,খাবার স্টল ও কসমেটিকস সামগ্রী কেনার ব্যস্ততা দেখা যায় । মধুবাগের তাসমিয়া এই মেলার নিয়মিত অংশগ্রহন কারী। তিনি জানান মার্কেটের দোকানের চেয়ে তাদের পন্যের দাম অনেক কম হওয়ায় একটা বড় অংশ ক্রেতা সব সময় তারা পান। খাদিজা জুয়েলারির খাদিজা জানান ঈদ মেলায় মাশাআল্লা তার গয়না সামগীর বিক্রি বেশ ভালো।
সব কিছু ছাপিয়ে মেলায় পোশাক বিক্রিই বেশি বলে জানান উদ্যোক্তরা। মেলায় দেশী -বিদেশী পোশাকের দাম পরবে ১২ টাকা থেকে ৫ হাজার টাকা, শাড়ির দাম পড়বে ১ হাজার টাকা থেকে ৬/৭ হাজার টাকা। শিশু পোশাকের দাম হবে ৩০০ টাকা থেকে হাজার/পনেরশ টাকা। লিপস্টিক পাওয়া যাবে ৩শ টাকা থেকে ৫শ টাকা। আঙটি পাওয়া যাবে ১শ টাকা থেকে ৫শ টাকার মধ্যে,গলার সেট পাওয়া যাবে ২০০শ থেকে ৬শ টাকার মধ্যে। চুড়ি পাওয়া যাবে ২শ টাকা থেকে। খাবারের স্টলে আছে শুটকির আচার, নানা রকম ফলের আদার .মিষ্টি ও টক দই’ চিড়া,মুড়ি,পুডিং.পিঠাসহ হালিম, চিকেন ফ্রাই,নুডুলসও ড্রাই ফুডস। জানা যায় মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন ১০ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ