বয়সটা যে কেবল একটা সংখ্যা মাত্র, সেটা আবাও প্রমাণ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের গোধুলী লগ্নে এসেও ২২ বছরের তরুণের মতো পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। আর কয়েকটি ম্যাচে তো সকলের ধরা ছোঁয়ার বাহিরেই চলে যান তিনি। গত পরশু তেমনি একটি রাত কাটিয়েছেন সিআরসেভেন। আর ঐ ম্যাচে রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকের পর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল তাইয়ের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সেই ম্যাচে শুরু থেকে আক্রমণাক্তক ভাবে খেলতে থাকে নাসর। আর তাতেই ম্যাচের ২০ মিনিটে গোলের দেখঅ পেয়ে যায় দলটি। প্রতিপক্ষের জালে বল জড়ান ওটাভিওর। যদিও সেই লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। ম্যাচের ২২ মিনিটে ভির্জিল মিসিদজানের গোলে সমতায় ফিরে আল তাই। তবে ম্যাচের ৩৬ মিনিটে লাল কার্ড খেলে মাঠ ছাড়েন মিসিদজান। এরপর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে আব্দুল রহমানের গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর। তবে এরপর পুরো সময়ই রোনালদোর একক শো দেখেছে ফুটবল দুনিয়া। ম্যাচের ৬৪, ৬৭ এবং ৮৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আল নাসর সুপরাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।
এদিন হ্যাটট্রিকের মধ্যে দিয়ে ক্লাব ফুটবলের ৬৪তম হ্যাটট্রিক পূর্ণ করে রোনালদো। ক্লাব ফুটবলের ৫৪ হ্যাটট্রিকের বিপক্ষে জাতীয় দলের হয়ে ১০টি হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই তালিকায় রোনালদো চেয়ে পিছিয়ে আছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোনালাদোর ৬৪ হ্যাটট্রিকের বিপরীতে মেসির হ্যাটট্রিক ৫৭টি। যার মধ্যে আর্জেন্টাইন তারকার জাতীয় দলের হয়ে ৯টি হ্যাটট্রিক। এছাড়াও আল নাসরের জার্সি গায়ে ৫৯টি ম্যাচ খেলে ৫৩ গোল করের এই পর্তুগিজ তারকা। যার মধ্যে সৌদি প্রো লিগে ২৩ ম্যাচ খেলে ২৬ বার প্রতিপক্ষের জালে বড় জড়ান এই পর্তুগিজ তারকা।