দেশে জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে সোয়া দুই টাকা কমিয়েছে সরকার। আজ ১ এপ্রিল থেকে নতুন মূল্যহার কার্যকর হচ্ছে। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলতি এপ্রিল বা পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত নতুন মূল্যহার কার্যকর থাকবে।
নতুন মূল্যহার অনুযায়ী, লিটার প্রতি ডিজেলের ও কেরোসিনের বিদ্যমান খুচরা দাম ১০৮ টাকা ২৫ টাকা পয়সা হতে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন এবং পেট্রোলের দাম পরিবর্তন হয়নি। অর্থাৎ এ দুই জ্বালানি তেল আগের দাম যথাক্রমে ১২৬ টাকা এবং ১২২ টাকায় কিনতে হবে গ্রাহকদের।
এর আগে গত ৭ মার্চে দেশে দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের মূল্যহার নির্ধারণ করা হয়। তখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা এবং অকটেন ও পেট্রোল যথাক্রমে চার ও তিন টাকা কমানো হয়েছিল।