spot_img

ছিনতাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী

আরব সাগরে সশস্ত্র জলদস্যুদের কাছ থেকে একটি ইরানি মাছ ধরার ট্রলারকে উদ্ধারের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান চালিয়ে গত শুক্রবার ক্রুসহ ট্রলারটিকে উদ্ধার করে তারা। উইওনের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে, ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ২৮ মার্চ আল-কাম্বার ৭৮৬ জাহাজটিকে আক্রমণ করে জলদস্যুরা। তখন জাহাজটি ইয়েমেনের ভারত মহাসাগরীয় দ্বীপ সোকোত্রা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। খবর পেয়ে ভারতীয় দুইটি জাহাজ আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল জলদস্যু আক্রান্ত জলযানটি উদ্ধারে যায়। আরব সাগরে নিরাপত্তা অভিযান চালাতে এ দুইটি জাহাজ আগে থেকেই সেখানে মোতায়েন ছিল।
দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে দমনমূলক কৌশলগত ব্যবস্থা প্রয়োগ করে ছিনতাই হওয়া মাছ ধরার জলযানটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে নৌসেনারা। জাহাজটির ক্রু ২৩ পাকিস্তানি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এরপর ভারতীয় নৌবাহিনীর টিমগুলো জাহাজটিতে নিবিড় তল­াশি চালায়। এটি সাগরে চলাচল ও মাছ ধরা কার্যক্রম চালানোর উপযুক্ত কিনা, তা পরীক্ষা করে দেখা হয়।
চলতি মাসের শুরুর দিকে মাল্টার মালবাহী জাহাজ রুয়েনকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছিল ভারতীয় নৌবাহিনী। জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যু আত্মসমর্পণে বাধ্য হয়। আর এর ১৭ নাবিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছিল তারা। ওই জলদস্যুদের ভারতে আনা হয়েছে। ভারতে তাদের বিচার হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ