আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জাধীন সকল ব্যাটালিয়ন, জেলা ও জোন কার্যালয় সমূহে আলোকসজ্জা, ব্যানার প্রদর্শন, ২৫ মার্চ গণহত্যা দিবসে বø্যাক আউট, স্বাধীনতা দিবস, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, মহান মুক্তিযোদ্ধের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং স্বাধীনতা যুদ্ধে আত্মউৎসর্গকারী সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
সকালে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম ডিসি পার্কে স্থাপিত শহীদ মিনারে সকাল ৬ টায় পুষ্পস্তবক অর্পন ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উক্ত কর্মসূচীতে চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেলসহ ৩১ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও উত্তর জোন কমান্ড্যান্ট (সিএমএ) নাজমুল হক নুরনবী, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও দক্ষিণ জোন কমান্ড্যান্ট (সিএমএ) এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানাসহ রেঞ্জ, ব্যাটালিয়ন এবং জোনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সকাল টায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্যারেড, বর্ণাঢ্য রেলী ও মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করা হয়। উক্ত প্যারেডে অন্যান্য বাহিনী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ন্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার এবং ভিডিপিসহ ৩টি কন্টিনজেন্ট অংশ গ্রহণ করে।
প্যারেড শেষে সকাল ১০ ঘটিকায় ফয়’স লেক রেঞ্জ কার্যালয় কনফারেন্স রুমে উপস্থিত সকলকে মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা এবং প্রধান মন্ত্রীর বাণী পড়ে শোনান বায়েজিদ থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফিউল ইসলাম কাঞ্চন।